1. admin@voicectg.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২০, ১২:২৯ অপরাহ্ন

বাবু নগরীর ভুমিদস পতন, বেফাকের সভাপতি মাহমুদুল হাসান।

নিউজ ডেক্স
  • প্রকাশিত : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ১৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেক্স
শনিবার-অক্টোবর-০৩-২০২০,

বাবুনগরীর ভুমিদস পতন,মাহমুদুল হাসান বেফাকের সভাপতি নির্বাচিত।

কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হয়েছেন যাত্রাবাড়ি মাদ্রাসার মোহতামিম আল্লমা মাহমুদুল হাসান।

শনিবার যাত্রাবাড়ির কাজলায় বেফাকের মজলিশে আমেলার বৈঠকে সদস্যদের সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।

তবে ভোটের ফলাফল ঘোষণা হলেও এখনও আনুষ্ঠানিক ঘোষনা দেয়নি কতৃপক্ষ।
ভোটের ফলাফল দেখাযায়।
১২৫ ভোটের মধ্যে ১১৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন তাতে
আল্লামা মাহমুদুল হাসান পেয়েছেন = ৬৪ ভোট
নুর হোসাইন কাশেমি পেয়েছেন = ৫০ ভোট
জুনাইদ বাবু নগরী পেয়েছেন = ০৩ ভোট

এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বেপাকের সহসভাপতি মুফতি ওয়াক্কাস। তার সাথে ছিলেন খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসার মোহতামিম মওলানা নুরুল ইসলাম জেহাদি, হবিগঞ্জের শায়েস্তাগন্জ নুরে মদিনা মাদ্রাসার মোহতামিম মওলানা নুরল ইসলাম ওলিপুরী,ও ঢালকানগর মাদ্রাসার মোহতামিম আল্লামা জাপর আহাম্মদ,

সুত্রেমতে কওমি মাদ্রাসায় সরকার ঘোষিত সর্বোচ্চ সংস্থা। আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ, এর গঠনতন্ত্র অনুযায়ী বেফাকের সভাপতি হবেন আল হাইয়াতুল উলইয়া লিল

এদিকে এ সর্বোচ্চ পদে শুরু থেকেই জুনাইদ বাবু নগরীর নাম আলোচনায় থাকলেও। সম্প্রতি হাটহাজারী দারুলউলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় হেফাজতের আমির আল্লামা শাহ আহাম্মদ শফিকে অবরুদ্ধ করে রাখার মাষ্টারমাইন্ড হিসেবে পরিচিত হওয়া ও হেফাজত ইসলামকে জামায়াতের ইসলামের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টাকারী হিসাবে চিহ্নিত হওয়ায় সকলে একযোগে বাবু নগরীকে প্রত্যাখান করছে বলে যানাগেছে।

হেফাজত নেতাকর্মীদের মতে এই নির্বাচনে বড় হুজুরের সমর্থকদের বিজয়, এবং শুরুতেই বাবু নগরীর ভুমিদস পতন হয়েছে বলে দাবী করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

প্রযুক্তি সহায়তায় ইন্টেল ওয়েব